প্রতিরক্ষা মন্ত্রণালয় নিচ্ছে সহকারী প্রোগ্রামার
সহকারী প্রোগ্রামার পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নবম গ্রেডের এ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩১ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক পাস হতে হবে।
২০২১ সালের ৩১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা-শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিস্তারিত নিম্নে দেখুনঃ
প্রতিষ্ঠানের নাম- প্রতিরক্ষা মন্ত্রণালয়
পদের নাম- সহকারী প্রোগ্রামার
পদের সংখ্যা- ১টি
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- ঢাকা
আবেদন যোগ্যতা
১। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএস,সিএসসি,ইইই, আইসটি বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২। কমপক্ষে ২য় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
৩। বয়সসীমা ১৮-৩০ বছর। তবে কোটায় আবেদন করলে ৩২ বছর।
আবেদন যেভাবে
http://dmlc.teletalk.com.bd/ এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়
আবেদন করা যাবে ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।