নেইমারকে নিয়ে নাটক চলছেই! দেখুন এবারের নতুন নাটক কি
প্রথমে রিয়াল মাদ্রিদ, তারপর বার্সেলোনা ও জুভেন্টাস হয়ে এবার ম্যানসিটি। কোথাই নেই নেইমার। যেখানেই দলবদলের গুঞ্জন-সেখানেই নেইমার। এ পর্যন্ত নেইমারের দলবদল নিয়ে যত লেখা ছাপা হয়েছে বা যত গুঞ্জন হয়েছে তা আর কোন খেলোয়াড়কে নিয়ে হয়নি। এবার নতুন খবর হলো ম্যানসিটিও নাকি নেইমারের ব্যাপারে আগ্রহী।
ইএসপিএন জানাচ্ছে, বার্সেলোনা ও জুভেন্টাসকে টেক্কা দিয়ে বাজিমাতের গোপন মিশনে নেমেছে ম্যানসিটি! ফোনে নেইমারকে সরাসরি প্রস্তাব দিয়েছেন সিটি কোচ পেপ গুয়ারডিওলা। পিএসজিকে উপযুক্ত দাম দিতে রাজি ইংলিশ চ্যাম্পিয়নরা। আর নেইমারকে রাজি করাতে দারুণ এক টোপ দিয়েছেন গুয়ারডিওলা। নেইমার রাজি হলে তার প্রিয় বন্ধু ব্রাজিলীয় ডিফেন্ডার দানি আলভেসকেও দলে ভেড়াবে সিটি। এসবই অবশ্য গুঞ্জন। নাটুকে নেইমারকে নিয়ে শেষ কথা বলার ঝুঁকি কে নেবে?
গত কয়েক মৌসুম ধরেই দলবদলের বাজার গরম করে রেখেছেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেয়ার পরও ব্রাজিলীয় ফরোয়ার্ডকে নিয়ে কানাঘুষা থামার কোনো লক্ষণ নেই। এবারও গ্রীষ্মকালীন দলবদলের বাজারে তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বহুমাত্রিক গুঞ্জন প্রতিদিনই নতুন দিকে মোড় নিচ্ছে।
পিএসজির ক্রীড়া পরিচালক নিওলার্দো নাকি সিদ্ধান্ত নিয়েছেন, নেইমারকে বিক্রি করার আগেই তার জায়গায় নতুন খেলোয়াড় কিনবেন। নেইমারের বিকল্প হিসেবে পিএসজির প্রথম পছন্দ জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। পিএসজিতে যোগ দিতে এক পায়ে রাজি দিবালা। কারণ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্টাসে যোগ দেয়ার পর খেলার তেমন সুযোগ পাচ্ছেন না তিনি। দিবালার বদলে নেইমারকে পেলে জুভেন্টাসের কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু পিএসজি নেইমারের বদলে দিবালার সঙ্গে মোটা অঙ্কের ট্রান্সফার ফিও চায়। নেইমারকে কিনতে যে ২২২ মিলিয়ন ইউরো খরচ হয়েছে তাদের, তার চেয়ে কম দামে তাকে বিক্রি করবে না পিএসজি। এ জন্য বার্সেলোনার দুটি প্রস্তাব তারা ফিরিয়ে দিয়েছে।