ক্যারিয়ার

ওয়াটার এইডে চাকরি, আবেদনের শেষ তারিখ ৫ জুন

ওয়াটার এইডে চাকরি, আবেদনের শেষ তারিখ ৫ জুন

ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের আর্থিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়াটারএইড বাংলাদেশ নেবে ফাইন্যান্স অফিসার। পদ একটি। আবেদনের শেষ দিন ৫ জুন।

আবেদন করার যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর (ফিন্যান্স) পাস। সিএ সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন-পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস এক্সেল ও এমএস ওয়ার্ডে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষণ সফটওয়্যার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। যোগাযোগদক্ষতা থাকতে হবে। দলবদ্ধ হয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

See also  Career Opportunity at Green University of Bangladesh

কিভাবে আবেদন করবেন

আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। https://www.wateraid.org/bd/finance-officer এই লিংকে আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত সবকিছু পাবেন।

বেতন ও সুযোগ–সুবিধা

সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে। দুই দিন ছুটি। ৫ দিনে ৩৭.৫ ঘণ্টা কাজ করতে হবে এ পদে চাকরি পেলে। আকর্ষণীয় বেতন পাবেন। এ ছাড়া রয়েছে প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, জীবনবিমা, চিকিৎসাসুবিধা প্রদান।

ওয়াটারএইড বাংলাদেশ
বাড়ি 97 / বি, রোড 25
ব্লক এ, বনানী
12াকা 1213, বাংলাদেশ