ফুটবল

দেখুন কেন নেইমার নেইমার বলে মুহুর্মুহু স্লোগান বার্সেলোনা সমর্থকদের!

Neymar 2019

অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ম্যাচের আগে নেইমারের নাম ধরে স্লোগান দিয়েছেন বার্সা সমর্থকেরা। বিলবাওয়ের কাছে বার্সা হারায় নেইমারকে ফেরানোর দাবিটা যে আরও জোরালো হবে তা নিয়ে সন্দেহ নেই। লিগের প্রথম ম্যাচের খেলা দেখতে বিলবাওয়ে দলের সঙ্গে এসেছিলেন ক্লাব সভাপতি বার্তেমেউ। তাঁকে দেখতে পেয়ে নেইমার নেইমার বলে স্লোগান দেন টিম হোটেলের সামনে জড়ো হওয়া সমর্থকেরা। নেইমারকে ‘ঘরে’ ফেরানোর দাবি জানিয়ে দেওয়া হয়। পুঁচকে বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর এই স্লোগান এখন সারা বিশ্বে বার্সা সমর্থকদের মধ্যে ছড়িয়ে যাওয়ার কথা।

See also  নেইমার প্যারিসে, বার্সায় যাওয়ার গুঞ্জনের নতুন মাত্রা!

এই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। মেসির চোটের সঙ্গী হয়েছেন বন্ধু লুইস সুয়ারেজ। ম্যাচেই চোট নিয়ে উঠে যান তিনি। বার্সেলোনার হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে বহু আলোচনার জন্ম দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে নাম লেখানো আঁতোয়ান গ্রিজমানের। কিন্তু মেসি বা সুয়ারেজের শূন্যতা তাঁর একার পক্ষে ঘুচিয়ে দেওয়া যে সম্ভব নয়, ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা তা বুঝিয়ে দিয়েছেন। বার্সার অস্ত্রাগারে ওউসমানে ডেম্বেলে আছে বটে। তবে ক্লাবটির ভাঁড়ারে যে নেইমারকেও প্রয়োজন, তা আবার বোঝা গেল। গত মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা বার্সা ট্রেবল থেকে হাতছোঁয়া দূরত্বে ছিটকে পড়েছে মেসির ওপর অতিনির্ভরতার কারণে। এ কারণেই বার্সা এই মৌসুমে শক্তি বাড়িয়েছে গ্রিজমানকে একরকম ভাগিয়ে এনে। কিন্তু বিলবাও ম্যাচেই বার্সা বার্তা পেয়ে গেল, সামনের আরও একটি লম্বা মৌসুমের জন্য রসদ নিয়ে নেমে পড়তে নেইমারকে ফেরানোর সুযোগটা লুফে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

See also  নেইমারকে ঠিক কি কারণে পিএসজিতেই অবসর নিতে হতে পারে দেখুন!

বার্সার জন্য আশার কথা হলো নেইমার এখনো বার্সাকেই নিজের আসল ঠিকানা মনে করেন। বার্সা সমর্থকদের মন আবার জিততে মরিয়া তিনি। মরিয়া অগোছালো ক্যারিয়ারটা কক্ষপথে ফেরাতে। বিলবাওয়ে কাছে অপ্রত্যাশিত হার আর সুয়ারেজের চোট মিলিয়ে যে ছবিটা তৈরি হয়েছে, তাতে সমর্থকেরা পুরোনো ক্ষত ভুলে নেইমারকেও এখন দু হাত বাড়িয়ে বরণ করে নিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *