ফুটবল

মেসিও পারলেন না বার্সার হার ঠেকাতে, বার্সাকে হারিয়ে টেবিলের শীর্ষে গ্রানাডা

 

গত দুই মৌসুম লা লিগার বাইরে থেকে এবারই স্পেনের শীর্ষ টুর্নামেন্টে ফিরেছে দলটি। আর ফিরেই প্রথম ৫ ম্যাচের মধ্যে ৩টি জিতে দখল করেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। বার্সেলোনাকে হারিয়ে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে গ্রানাডা। চলতি মৌসুমে কিছুতেই যেন নিজেদের চেনা রুপে ফিরতে পারছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মৌসুমের শুরু থেকেই একের পর এক হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে কাতালুনিয়ান ক্লাবটি। যার সবশেষটি শনিবার রাতে গ্রানাডার বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে দলের শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন বার্সা কোচ আর্নেস্ত ভালভার্দে। যা কাজে লাগেনি মোটেও। বিবর্ণ ফুটবল খেলে তারা মাঠ ছেড়ে ০-২ গোলের পরাজয়ে।

See also  শুধুমাত্র জুতা পরেই দেড় হাজার কোটি আয় ক্রিস্তিয়ানো রোনালদোর

তবে কিছু বুঝে ওঠার আগেই বার্সার জালে বল প্রবেশ করায় গ্রানাডা। ম্যাচের মাত্র ৬৩ সেকেন্ডের মাথায় প্রথম গোল করে বসে স্বাগতিকরা। গোললাইনের কাছে দাঁড়িয়ে হেডে বল জালে জড়ান র‍্যামন আজিজ। ম্যাচের শুরুর এ ঘটনাই ছিলো পুরো প্রথমার্ধের বিজ্ঞাপন। যেখানে বার্সেলোনা ছিলো শুধুই দর্শকের ভূমিকায়। ম্যাচে ফেরার লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের সেরা তারকা লিওনেল মেসি ও উদীয়মান আনসু ফাতিকে মাঠে নামান ভালভার্দে। মেসির উপস্থিতিতে খানিক প্রাণ আসে বার্সেলোনার খেলায়। কিন্তু কাজের কাজটি করতে পারেনি কোনোভাবেই।

উল্টো ডি-বক্সে জটলার মধ্যে আর্তুরো ভিদাল হ্যান্ডবল করলে পেনাল্টি পায় গ্রানাডা। সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা আলভারো ভাদিয়ো। শেষতক এ দুই গোলের জয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দলটি। লা লিগায় এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে অবস্থান করছে গ্রানাডা। দুইয়ে থাকা সেভিয়ার পয়েন্টও ১০। সমান ম্যাচে ২ জয়, ২ পরাজয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট থাকা বার্সেলোনার অবস্থান সপ্তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *