দেখুন নেইমার কিভাবে পিএসজি ভক্তদের মন জয় করে নিচ্ছেন
সম্প্রতি অনলাইনে এক ভোটাভুটির আয়োজন করে মিডিয়া আউটলেট ‘প্যারিস ইউনাইটেড’। যাতে অংশ নেন ২০ হাজার মানুষ। ভোটাভুটিতে ৭০ শতাংশ মনে করেন নেইমারকে ক্ষমা করে দেয়া উচিত। গত দলবদলে বার্সেলোনার ফিরে যাওয়ার চেষ্টা চালিয়েছিনে নেইমার। এ জন্যই তার ওপর ক্ষেপে যান পিএসজির ভক্তরা। তবে নেইমারের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এখন পিএসজি সমর্থকরা তার প্রতি ইতিবাচক। ধীরে ধীরে ক্ষোভ কেটে যাচ্ছে। নেইমারকে ক্লাব ছাড়তে বলা ভক্তরাই এখন বলছেন, ‘নেইমার তুমি প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থেকে যাও।’
পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মন জয় করে নিচ্ছেন নেইমার। শনিবার ফরাসি লীগ ওয়ান আসরে অ্যাঁজেরের বিপক্ষে পিএসজির ৪-০ ব্যবধানের জয়ে এক গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। চলতি মৌসুমে লীগ ওয়ানে নেইমার ৫ ম্যাচে করলেন ৪ গোল। এর মধ্যে চার ম্যাচেই ৭.৫-এর ওপর রেটিং পান তিনি। তিনটি ম্যাচে কেবল তার গোলে জয় কুড়ায় পিএসজি। স্ট্রসবুর্গের বিপক্ষে চলতি মৌসুমে প্রথমবার যখন পিএসজির জার্সিতে নেমেছিলেন নেইমার, সে ম্যাচে দর্শকরা দুয়ো দিয়েছিল তাকে। এমনকি ক্লাব ছেড়ে যাওয়ারও দাবি তুলে তারা।
নেইমারের সঙ্গে পিএসজির সমর্থকদের সম্পর্ক উন্নতির বিষয়টি চোখে পড়ছে দলের কোচ টমাস টুকেলেরও। অ্যাঁজের বিপক্ষে ম্যাচের পর পিএসজির এ জার্মান কোচ বলেন, ‘হ্যাঁ, সবকিছু সহজ হচ্ছে। ভালো হচ্ছে।’ ২৮শে সেপ্টেম্বর বোর্দোর বিপক্ষে পিএসজিকে জেতানোর পর নেইমার বলেছিলেন, ‘আমাদের সম্পর্কটা হলো গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডের মতো। যখন কোনো ইস্যু তৈরি হয় তখন সবাই অন্য কিছু ভাবতে শুরু করে। কিন্তু ভালোবাসা আর আদর আহ্লাদে সম্পর্কটা দ্রুতই স্বাভাবিক হয়ে যায়।’ এখন দেখা যাচ্ছে নেইমারের কথাই সঠিক।
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.