ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু ফজলে রাব্বি ও নাজমুল হোসেন শান্ত। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব-তামিম। রাজনীতিতে নাম লেখানো মাশরাফি যে সিরিজ খেলে নির্বাচনী প্রচারণায় নামবেন, সেটি যেন বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল এই দল দিয়ে।

বিসিবি সভাপতি বাংলাদেশের ওয়ানডে দল সম্পর্কে বলেন যে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় সব খেলোয়াড়ই ভাল খেলেছে-তাই ওয়েস্ট ইন্ডিজ-এর বিপক্ষে দল গঠন বেশ কঠিরই ছিল। তিনি বলেন, ‘ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ বেশি শক্তিশালী। সব সংস্করণেই ওরা আমাদের চেয়ে শক্তিশালী দল। তবে ওয়ানডের রেকর্ডটা আমাদের পক্ষে আছে। সে দিক দিয়ে চিন্তা করলে, যেভাবে দল খেলছে, তাতে আশা করা যায় যে, ওয়ানডেতেও ভালো করব। আজ আমরা ১৮ জনের একটা দল তৈরি করেছি, সেখান থেকে এক ঘণ্টায়ও একাদশ তৈরি করতে পারছিলাম না; কাকে বাদ দেব! এটা একটা মধুর সমস্যা। অনেক খেলোয়াড় আছে যারা যোগ্য, কিন্তু সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মনে হয় আমরা একটা ভালো জায়গায় আছি।’

See also  ব্যাটে-বলে সাকিবই সেরা, আইসিসির শেষ ছয় টুর্নামেন্টের জয়ে ম্যাচসেরা সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়াডে খেলার সূচিঃ

  • তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ৯ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
  • একই মাঠে পরেরটি ১১ ডিসেম্বর।
  • সিরিজের শেষ ম্যাচটি ১৪ ডিসেম্বর, সিলেটে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মো. মিঠুন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *