ফুটবল

গুরুতর অভিযোগ, এবার ধর্ষণের বিতর্ক নেইমারের বিরুদ্ধে

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বিরুদ্ধে। ইনজুরি, দল থেকে বাদ পড়া, অধিনায়কত্ব হারানোর পর এবার নেইমার ভক্তদের জন্য আরও বড় দুঃসংবাদ এলো। কোপা আমেরিকা শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে আরেকটি বিতর্কে জড়ালেন পিএসজি তারকা। শনিবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। খবর মার্কার। সাও পাওলো পুলিশের কাছে তিনি এ অভিযোগ করেন। এ ব্যাপারে নেইমারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নেইমারের বাবার দাবি, ঘটনাটি সাজানো এবং তাঁর ছেলেকে ব্ল্যাকমেলের চেষ্টা করা হচ্ছে। ব্রাজিল পুলিশের মামলার নথি অনুযায়ী, গত মাসে প্যারিসে এক নারীকে ধর্ষণ করেছেন নেইমার। ঘটনার শিকার হওয়া নারী নিজেই এ অভিযোগ করেছেন। তাঁর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। নেইমারের বাবার দাবি, ঘটনাটি ‘সাজানো’। অভিযোগকারী নারীর ভাষ্য, গত ১৫ মে আনুমানিক রাত ৮টা ২০ মিনিটে প্যারিসের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন নেইমার। শুক্রবার ব্রাজিলের সাও পাওলো পুলিশের কাছে এ নিয়ে মামলা করেন সেই নারী।পুলিশকে সেই নারী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে খুদে বার্তা আদান-প্রদানের পর ফ্রান্সে নেইমারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। গাল্লো নামে পিএসজি তারকার এক প্রতিনিধি তাঁকে প্যারিসে আসার টিকিট কিনে দেন এবং হোটেলে থাকার ব্যবস্থাও করেন। অভিযোগকারী নারীর ভাষ্য, নেইমার ‘পুরো মাতাল’ হয়ে হোটেলে আসেন এবং তারা ‘একজন আরেকজনকে স্পর্শ করলেও একটি নির্দিস্ট মুহূর্তে নেইমার আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন’। প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার দুদিন পর প্যারিস ছাড়েন সেই নারী। মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ায় প্যারিসের পুলিশের কাছে অভিযোগ করেননি তিনি। প্যারিস পুলিশ জানিয়েছে এ ঘটনা সমন্ধে তাঁরা কিছু জানেন না।

See also  মোহম্মদ সালাহতে মুগ্ধ লিভারপুল, ‘মুসলিম’ হতে চান তারা!

নেইমারের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ এই মুহূর্তে কোপা আমেরিকার জন জাতীয় দলের সঙ্গে প্র্যাকটিস করছেন ব্রাজিলীয় তারকা৷ চলতি মাসের ১৫ তারিখ থেকে ব্রাজিলে শুরু হচ্চে কোপা টুর্নামেন্ট৷ সাও পাওলোয় প্রথম ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল৷ এর আগে কাতারের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সাম্বার দল৷ তদন্তের স্বার্থে সেই নারীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। নেইমারের বাবা ও তাঁর এজেন্ট নেইমার সিনিয়র ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর ভাষ্য, অভিযোগকারী নারীর সম্মতিতেই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক ছিল নেইমারের। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই নারীর আইনজীবী এখন নেইমারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। ব্রাজিলের একটি টিভি চ্যানেলকে নেইমার সিনিয়র বলেন, ‘সময়টা কঠিন। দ্রুত সত্য জানাতে না পারলে এটা আরও বড় হবে। সেই নারীর সঙ্গে নেইমারের হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশের প্রয়োজন হলে আমরা তা করব।’

See also  বার্সেলোনায় ফিরতে সম্ভাব্য সবকিছু করেছে নেইমার: সুয়ারেস

ব্রাজিল তারকাকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যে ধর্ষণের অভিযোগ সবশেষ সংযোজন। এ অভিযোগ ওঠার প্রায় সপ্তাহখানেক আগে ব্রাজিলের নেতৃত্ব হারান নেইমার। পিএসজিতে শৃঙ্খলাহীন জীবন কাটানোর শাস্তি হিসেবে নেইমার দেশের নেতৃত্বভার হারিয়েছেন বলে জানিয়েছিল সংবাদমাধ্যম। এ ছাড়া পিএসজি ফ্রেঞ্চ কাপের ফাইনালে হেরে যাওয়ার পর এক সমর্থকের সঙ্গে কথা-কাটাকাটির মধ্যে ঘুষি বাগিয়েও তেড়ে গিয়েছিলেন নেইমার। আর কথা না শোনার অনুযোগ করে পিএসজি সতীর্থদের সমালোচনাও করেছেন এ ফরোয়ার্ড। চোট ও বিতর্ক মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না নেইমারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *