ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তি আবেদন শুরু
গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তির আবেদন শুরু হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হয়েছে ভর্তির আবেদন। শিক্ষার্থীরা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক এ বিশ্ববিদ্যালয়ে আগামী ১৯ ও ২০ মার্চ অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
আইইউটির সদস্যপদ আছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন, ইসলামিক উম্মার বিশ্ববিদ্যালয়ের ফেডারেশন, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের। এছাড়া, এই বিশ্ববিদ্যালয়ের স্নাতকধারীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সদস্য হতে পারে
আবেদন শুরু
৭ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
অনলাইনে চারটি প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করা হবে—
*B.Sc. Engineering এবং BBA
*Bachelor of Tourism and Hospitality Technology
*Diploma, Technical Education Candidateদের জন্য B.Sc. এবং M.Sc.
*M.Sc. Engineering এবং PhD
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তির আবেদনের বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।