প্রস্তাব পেলে সাকিব আল হাসানের নায়িকা হতে চান পরীমণি
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে এসে চিত্রনায়িকা পরীমনি জানিয়েছেন, সাকিবের জীবনীনির্ভর সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেলে তাঁর আপত্তি থাকবে না, ‘সিনেমা আগে কেউ তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে নিতে চান, তাহলে অবশ্যই করব।’
সাকিব আল হাসান নিজেই অনেক বিজ্ঞাপনে অভিনয় করেন। তার সঙ্গে অভিনয় করতে চান কিনা জানতে চাইলে পরীর জবাব, ‘ইচ্ছে থাকলে তাও আসলে হবে না, ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।’
ক্রিকেট মাঠে নিজের সিনেমার প্রচারের জন্য এলেও ক্রিকেটের থেকে ফুটবলই বেশি টানে পরীমণিকে, ‘ব্যাসিক্যালি আমি ফুটবল লাভার। ক্রিকেট নিয়ে এতো ধ্যান ধারণা নাই। আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট পাগল। তবে হয় না, বাসার লোকজন কেউ একটু আলাদা থাকে। তাই বলে যে আমি ক্রিকেট পছন্দ করি না তা না, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’
সঙ্গে যোগ করেন এই আলোচিত অভিনেত্রী, ‘আমি আসলে জীবনে প্রথমবার মাঠে আসলাম। কাল যখন রাতে শুনলাম আমি মাঠে যাব, মানুষের ঈদে যেমন খুশি লাগে আমার তেমন খুশি লাগছিল। আমি মাঠে আসব তো অনেক এক্সসাইটেড ফিল হচ্ছিল।’
স্বামী শরীফুল রাজের সঙ্গে পরীমনি স্টেডিয়ামে এসেছিলেন তাঁর নতুন সিনেমা ‘মুখোশ’-এর প্রচারকাজে। তবে খেলার মধ্যে পরীমনির বেশি পছন্দ নাকি ফুটবল, ‘আমি মূলত ফুটবলের ভক্ত। ক্রিকেট নিয়ে এত ধারণা নেই। তবে আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট–পাগল। আমিও ক্রিকেট পছন্দ করি না তা নয়, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’
মাঠে বসে ক্রিকেট ম্যাচ আজই প্রথম দেখেছেন পরীমনি। সেই অভিজ্ঞতাও নাকি দারুণ! পরীমনি বলছিলেন, ‘আমি আসলে জীবনে প্রথমবার মাঠে এলাম। কাল রাতে যখন শুনলাম আমি মাঠে যাব, মানুষের ঈদে যেমন খুশি লাগে, আমার তেমন খুশি লাগছিল। মাঠে এসে অনেক রোমাঞ্চিত অনুভব করছি।’