কুমিল্লায় করোনার দাপট চলছেই, গতকাল শনাক্ত ৭১৬ এবং ১২ জনের মৃত্যু
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। ১ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে রেকর্ড ৭১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় যে ৭১৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে, তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২০৮ জন, আদর্শ সদরের ১২, সদর দক্ষিণের ১১, বুড়িচংয়ের ১৩, ব্রাহ্মণপাড়ার ২০, চান্দিনার ৫০, চৌদ্দগ্রামের ৪৪, দেবিদ্বারের ৪৭, দাউদকান্দির ৪৮, লাকসামের ৩০, লালমাইয়ের ১০, নাঙ্গলকোটের ২১, বরুড়ার ৩৮, মনোহরগঞ্জের ৩৭, মুরাদনগরের ১১, মেঘনার ১৫, তিতাসের ৪৫ ও হোমনা উপজেলার ৫৬ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।
যারা মারা গেছেন, তাদের বয়স ৪০ থেকে ১০২ বছরের মধ্যে । এর মধ্যে দাউদকান্দি উপজেলার ৩ জন, কুমিল্লা সিটি করপোরেশনের ২, বরুড়ার ২ ,লালমাইয়ের ২, নাঙ্গলকোট, মুরাদনগর ও চান্দিনা উপজেলায় একজন করে মারা গেছেন। যার মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী ।