গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দাউদকান্দিতে তিন, কুমিল্লা সিটি করপোরেশন, লালমাই ও বরুড়া উপজেলায় দুইজন করে এবং চান্দিনা, নাঙ্গলকোট ও মুরাদনগর উপজেলায় একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৪ জনে। আক্রান্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।
জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রচার-প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। কিন্তু কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনার ভয়াবহতা। সরকারি ও বেসরকারি যেসব হাসপাতালে কোভিড ইউনিট চালু হয়েছে সেখানেও করোনা রোগীর জন্য সিটি মিলছে না। আর আইসিইউ তো সোনার হরিণ।