Site icon ঢাকা বুলেটিন

কুমিল্লায় করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে

কুমিল্লায় করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে

কুমিল্লায় এক দিনে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড  ও আরও ১৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে ২৭ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ৮৫৩ জনের-এতে এটাই প্রমাণ করছে যে, কুমিল্লায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

করোনা মহামারীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে খাবারগুলো প্রয়োজন

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪২ জনে।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৪৩৭টি নমুনা পরীক্ষায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৭ দশমিক ৯ শতাংশ- এ তথ্য জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৮৮ জনে।

কোভিড-১৯: জেনে নিন শরীরে অক্সিজেন কমে গেলে জানবেন কিভাবে, কি করবেন

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭৪ জন, আদর্শ সদরের ৪৩ জন, সদর দক্ষিণের ৩২ জন, মুরাদনগরের ৬৩ জন, লাকসামের ৫৬ জন, বুড়িচংয়ের ৩৮ জন, ব্রাহ্মণপাড়ার ২৫ জন, লালমাইর ৪০ জন, চান্দিনার ৪৭ জন, চৌদ্দগ্রামের ৯৭ জন, দেবীদ্বারের ৫৭ জন, দাউদকান্দির ৪৪ জন, নাঙ্গলকোটের ৫৬ জন, বরুড়ার ৬১ জন, মনোহরগঞ্জের ৩৭ জন, মেঘনার ১৪ জন, তিতাসের ১২ জন এবং হোমনা উপজেলার ২৮ জন রয়েছেন।

ডেঙ্গু জ্বর ও করোনার লক্ষণ এক হলেও পার্থক্য বুঝবেন কিভাবে?

Exit mobile version