ক্রিকেট

সাকিব যে কারণে ম্যান অফ দা টুর্নামেন্ট পাননি

shakib-al-hasan-hd-photo

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে অবশ্য আগে থেকেই এক ধরণের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে সাকিব আল হাসান ম্যান অফ দা টুর্নামেন্ট পুরষ্কার পাবেন। এই প্রত্যাশা তৈরি হওয়ার হয়তো একটি কারণ ছিলো আইসিসির ফ্যান্টাসি লিগ, তাতে সবচেয়ে বেশি পয়েন্ট সাকিব আল হাসানের। টেলিভিশন সম্প্রচারকরা এবং বিশ্লেষকরাও যখনই ম্যান অফ দা টুর্নামেন্টের আলোচনা করেছেন, তখন সাকিবকে সবার ওপরে রেখেছেন। কিন্তু সব কিছু ছাপিয়ে উইলিয়ামসন শেষ পর্যন্ত ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কার পেলেন।

সাকিব যে কারণে ম্যান অফ দা টুর্নামেন্ট পাননি

  • সাকিব আল হাসান এই বিশ্বকাপ তো বটেই, ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এ যাবৎ অলরাউন্ডারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন।
  • কিন্তু শেষ পর্যন্ত সাকিব আল হাসানের দল বাংলাদেশ আট নম্বরে জায়গা পায়।
  • সেটাই হয়তো নিয়ামক হয়ে দাঁড়ায় সাকিবের টুর্নামেন্ট-সেরা না হওয়ার পেছনে।
  • ম্যান অফ দা টুর্নামেন্টের একটা অন্যতম বিশেষ দিক হলো ব্যক্তির সাফল্য দলের সাফল্যে কতটা প্রভাব পড়েছে সেটা – যেমনটা এর আগে দেখা গিয়েছে।
  • ১৯৯২ সাল থেকে ম্যান অফ দা টুর্নামেন্ট দেয়া হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে।
  • ১৯৯২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যত বিশ্বকাপ হয়েছে, সেখানে অন্তত সেমিফাইনাল যারা খেলেছে তাদের মধ্য থেকেই বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
See also  অক্টোপাস পলের পর জিমি! এখন পর্যন্ত বিশ্বকাপের আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *