চলতি বছরের ডিসেম্বরে প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। সেই আসরকে সামনে রেখে প্রতিটি দল সরাসরি দুজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে। ঢাকা ডায়নামাইটসে মরগান এই দুজনের মধ্যে প্রথম খেলোয়াড়। ‘সীমিত ওভারের ক্রিকেটে অসামান্য অভিজ্ঞতা বিবেচনায় আসন্ন বিপিএলের জন্য আমরা মরগানকে চুক্তিবদ্ধ করেছি। আশা করছি তিনি পুরো মৌসুমেই খেলতে পারবেন’-বললেন ঢাকা ডায়নাইমাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম।
তবে মরগান দলে আসার পর নতুন আরেক দুশ্চিন্তা পেয়ে বসেছে ঢাকা ডায়নামাইটসকে। ইংলিশ দলপতি দুর্দান্ত নেতৃত্বে সদ্যই বিশ্বকাপ জিতিয়েছেন।
এদিকে, ঢাকা ডায়নামাইটসে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি কিনা অধিনায়ক হিসেবেই দায়িত্ব পালন করেন। ওবায়েদ জানালেন, সামনের মৌসুমে অধিনায়ক কে হবেন সেটি এখনও ঠিক করেননি তারা।