ক্রিকেট

দ. আফ্রিকা সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

আফগান সিরিজ শেষ হওয়ার আগেই সেই সফরের দল ঘোষণা করে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হবে আগামী ৫ মার্চ। তবে দলের কোনো বিশ্রাম নেই। সিরিজটা শেষ করেই ছুটতে হবে দক্ষিণ আফ্রিকায়। ১৬ সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ সৈয়দ খালেদ আহমেদ। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলের ১৫ জনের সবাই আছেন। দলে ঢুকেছেন তামিম ইকবাল। এছাড়া সাকিব আল হাসান আছেন দুই ফরম্যাটেই।
এমনিতে টেস্টে নিয়মিত হলেও ইবাদতের ওয়ানডে দলে আসা একটু চমক হয়ে। শেষ পর্যন্ত অবশ্য ওয়ানডে অভিষেক হয়নি তাঁর। এবার দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে ডাকা হলো আরেক পেসার খালেদ আহমেদকেও। এখন পর্যন্ত তিনটি টেস্ট খেললেও ওয়ানডে অভিষেক হয়নি তাঁর।

See also  বাহুবলী রুপে আন্দ্রে রাসেলে, শাহরুখ প্রকাশ্যে আনলেন তারকার নয়া পরিচিতি

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডের সঙ্গে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট। ১৮ ও ২৩ মার্চ সেঞ্চুরিয়ানে হবে প্রথম ও শেষ ওয়ানডে। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে জোহানেসবার্গে। ডারবানে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ। ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে পোর্ট এলিজাবেথে।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ।

See also  অক্টোপাস পলের পর জিমি! এখন পর্যন্ত বিশ্বকাপের আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করেছে

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান।