টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো তামিমের ব্যাপারে কিছু বলা হয়নি। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ শুধু এতটুকুই বলতে পারলেন, ‘এখনো রিপোর্ট পাইনি। পর্যবেক্ষণ করতে হবে। এখনই কিছু বলতে পারছি না। রিপোর্টের অপেক্ষায় আছি। এটা চিন্তার বিষয়। মাত্রই সে নেটে নেমেছিল।’
তামিমকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে আরও দুঃসংবাদ, ভারতের বিপক্ষে পিঠে চোট পাওয়া সাইফউদ্দীন আজ অনুশীলনই করতে পারেননি। মাঠে এসেছিলেন। তবে ফিজিওর সঙ্গে পুরো মাঠ দুই চক্কর দিয়ে ফিরে গেছেন ড্রেসিংরুমে। সাইফউদ্দীনের বিষণ্ন মুখটা দেখে মনে হচ্ছিল, তাঁর প্রথম ম্যাচ খেলা ভীষণ অনিশ্চিত।