Site icon ঢাকা বুলেটিন

একের পর এক দুঃসংবাদে বাংলাদেশ টিমের আত্মবিশ্বাস অটুট রাখাই কষ্টকর! একাদশ সাজাতে সংকট

একের পর এক দু

একের পর এক দু

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মাশরাফি বিন মুর্তজাও আজ অনুশিলনে বোলিং করেননি। তবে কাফ ইনজুরিতে পড়া মোস্তাফিজুর রহমান বোলিংয়ে ফিরেছেন। দলের চোটাঘাত নিয়ে ওয়ালশ বললেন, ‘সেরে উঠতে একটু সময় লাগছে। আজ আর কাল আছে আমাদের হাতে। সাইফউদ্দীন গত ম্যাচে চোট পেয়েছিল। সে এখন ফিজিওর তত্ত্বাবধানে আছে। আজ পূর্ণ বিশ্রামে ছিল। কাল পর্যবেক্ষণের পর বোঝা যাবে কতটা সেরে উঠেছে। ম্যাশেরও চোট আছে। কাল তাকেও পর্যবেক্ষণ করা হবে।’

তামিম দুদিন বিশ্রামের পর আজ সকালে ওভালের নেটে শুরু করেছিলেন ব্যাটিং অনুশীলন। ২০-২৫ মিনিট হঠাৎই ফিজিওর সঙ্গে নেট থেকে বেরিয়ে এলেন। ড্রেসিংরুমে ফেরার পথে সতীর্থরা উদ্বেগভরা দৃষ্টিতে জানতে চাইলেন কী হয়েছে। তামিম দেখালেন বাঁ হাতের কব্জির নিচে লেগেছে।

এদিকে, বিসিবি জানিয়েছে, ওভালের নেটে ব্যাটিংয়ের সময় তামিমের বাঁ হাতের কব্জিতে জোট পেয়েছেন। তাঁকে পরীক্ষা–নিরীক্ষা করছেন বাংলাদেশের ফিজিও। সতর্কতা হিসেবে আজই দিনের কোনো এক সময় তাঁর কব্জিতে এক্স–রে করা হবে। বাংলাদেশের দর্শকেরা যখন অপেক্ষায় আছেন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের, তখন চোটাঘাতের দুঃসংবাদ! আশা এতটুকুই, বাংলাদেশের হাতে আছে আরও একটা দিন—সংক্ষিপ্ত এ সময়ে যদি সেরে ওঠেন সবাই!

Exit mobile version