প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক প্রকার দাপটের সঙ্গেই বিশ্বকাপ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরপর তিন ম্যাচে হারের পর এখন পা মাটিতে নেমে গেছে তাদের। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ৩২১ রান করেও হারের মুখ দেখেছে দলটি। তবে এই হারের পর কোন অজুহাত দিতে চান না ক্যারিবিয়ানদের সহকারী কোচ রডি এস্টিক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এতে তাদের বোলিং আক্রমণটা একমুখী হয়ে গিয়েছিল। কিন্তু নিজেদের এই গেম প্ল্যানের পক্ষেই সাফাই গাইলেন ক্যারিবীয় সহকারী কোচ রডি এস্টিক।
রডির ভাষায়, ‘আমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে স্পিন অ্যাটাক করতাম, তাহলে সবাই বলতো, নিজেদের শক্তির দিকেই জোর দেয়া উচিত ছিল আমাদের। বাংলাদেশকে কৃতিত্ব দিন। তারা ভালো খেলেছে এবং বেশ উন্নতি করছে। শেষ পাঁচ বারের দেখায় প্রতিবারই তারা আমাদের হারিয়েছে। আমাদের এসব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এবং সমাধান খুঁজতে হবে। আমরা এখনো ছিটকে পড়িনি, লড়াই করে ফেরার সুযোগ আছে।’ রডি বলেন, ‘আমি মনে করি এই পিচে এবং মাঠের সাইজ অনুসারে আমরা প্রায় ৬০ রান কম করেছি। বাংলাদেশ এক উইকেটে ৭০ রান তোলার পর থেকে সবসময়ই আমরা তাদের থেকে পিছিয়ে ছিলাম। আমাদের বড় খেলোয়াড়রা জ্বলে উঠতে পারেনি। তবে ৩২১ রান করার পর এটা ডিফেন্ড করা দরকার ছিল। আমরা হয়তো এখানে দাঁড়িয়ে বলতে পারি, যদি এটা হতো, ওটা হতো। এসব বলে এখন আর পার পেয়ে যেতে পারি না। আমরা ভালো খেলিনি এজন্যই ম্যাচ হেরেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। টুর্নামেন্টে আমাদের হাতে আরো চার ম্যাচ আছে। এবং আমরা কারো উপর আঙুল তুলতে কিংবা দোষারোপ করতে পারি না। আমাদের একত্রিত থাকতে হবে। এভাবেই একটা ভালো দল ঘুরে দাঁড়ায়। আমাদের অজুহাত না খুঁজে এর সমাধান বের করতে হবে।’