ওয়াল্ডকাপ শেষ হওয়ার আগেই বিশ্বকাপ সেরা পারফর্মারদের নিয়ে একাদশ সাজিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডিন জোন্স। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারের বিশ্বকাপ সেরা একাদশ সুযোগ পেয়েছেন বাংলাদেশের ৪ জন ক্রিকেটার।
বিশ্বকাপের এক আসরে শচীন টেন্ডুলকার ও ম্যাথু হেইডেনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয়শতাধিক রান করেছেন সাকিব। মুশফিকুর রহিম আট ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩৬৭ রান করার পাশাপাশি উইকেটকিপার হিসেবে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। সাকিব-মুশফিকের পাশাপাশি বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। আট মাচে ২০ উইকেট শিকার করে শীর্ষ দুইয়ে আছেন মোস্তাফিজুর রহমান।
ডিন জোন্সের চোখে বিশ্বকাপের একাদশে যারা আছেন- রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), সাকিব আল হাসান (বাংলাদেশ), বাবর আজম (পাকিস্তান), মুশফিকুর রহিম (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), জাসপ্রীত বুমরাহ (ভারত), যুযবেন্দ্র চাহাল (ভারত)।