ফুটবলে আফ্রিকার মহারাজা আলজেরিয়া!
এক পাশে রিয়াদ মাহরেজ, অন্যপাশে সাদিও মানে। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা দেশের হয়ে মুখোমুখি হয়েছিলেন আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে। গ্রুপপর্বের মতো ফাইনালেও শেষ হাসি হাসল শাহরেজের আলজেরিয়া। সাদিও মানের সেনেগালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা নেশন্স কাপের শিরোপা জিতেছে আলজেরিয়া। মিসরের রাজধানী কায়রোয় শুক্রবার শিরোপা লড়াইয়ে ১-০ গোলে জিতেছে আলজেরিয়া। ১৯৯০ সালে প্রথম ঘরের মাঠে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছিল তাদের হাতে। ২৯ বছরের খরা কাটিয়ে গতপরশু আবারও আফ্রিকান ফুটবলের সিংহাসনে বসল আলজেরিয়া।
২০০২ সালে প্রথমবার আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে উঠে ক্যামেরুনের কাছে হেরে স্বপ্ন গুঁড়িয়েছিল সেনেগালের। এবারের পরাজয়ে প্রথম শিরোপা জয়ের অপেক্ষা তাদের আরও বাড়ল। ২০০২ সালে অধিনায়ক হিসেবে ফাইনালে হারা আলিউসিসে এবার সেনেগালের কোচ ছিলেন। এর আগে বুধবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলে হারায় নাইজেরিয়া।
আফ্রিকা নেশন্স কাপের রোল অব অনার (শেষ ১০ আসর)
- আসর চ্যাম্পিয়ন রানার্সআপ
- ২০১৯ আলজেরিয়া সেনেগাল
- ২০১৭ ক্যামেরুন মিসর
- ২০১৫ আইভরি কোস্ট ঘানা
- ২০১৩ নাইজেরিয়া বুরকিনা ফাসো
- ২০১২ জাম্বিয়া আইভরি কোস্ট
- ২০১০ মিসর ঘানা
- ২০০৮ মিসর ক্যামেরুন
- ২০০৬ মিসর আইভরি কোস্ট
- ২০০৪ তিউনিশিয়া মরক্কো
- ২০০২ ক্যামেরুন সেনেগাল
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.