ছুটিতে থাকা মেসির ওপর হামলার চেষ্টা! (ভিডিও সহ)
নিজ ক্লাব বার্সেলোনার মূল মৌসুম শুরুর আগে ছুটিতে সময় পার করছেন মেসি। যেখানে ইবিজায় স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো তার সঙ্গে ছিলেন। এছাড়া ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সাবেক সতীর্থ সেস ফেব্রেগাসরাও মেসির সঙ্গে পরিবার নিয়ে সময় পার করছিলেন। স্প্যানিশ গণমাধ্যমের খবর, দিনভর ঘোরাঘুরি, আনন্দ-ফূর্তির পর রাতে এক নাইটক্লাবে সময় কাটাতে গিয়েছিলেন তারা। সেখানেই মেসিকে মারতে আসে এক অজ্ঞাত ব্যক্তি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কঠোর নিরাপত্তায় নাইটক্লাব থেকে মেসিকে বের করে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। সংবাদ প্রকাশ হয়, নাইটক্লাবে হঠাৎ ছোট ম্যাজিসিয়ানকে মারতে যান ওই ব্যক্তি। তবে নিরাপত্তাকর্মীদের সতর্কতা অবলম্বনে তার কোনো ক্ষতি হয়নি। তবে ঠিক কি কারণে আর্জেন্টাইন সুপারস্টারের ওপর আক্রমণ চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়।
প্রাক মৌসুমের ম্যাচ খেলতে এ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াচ্ছে বার্সেলোনা। প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা। তবে দ্বিতীয় ম্যাচে ভিসেল কোবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। বার্সার প্রাক মৌসুম পর্বে যোগ দেননি মেসি-সুয়ারেজরা
কাতালানদের হয়ে লা লিগা জেতার পর নিজ দেশ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় খেলেন মেসি। তবে এরপর তিনি প্রাক মৌসুম ফুটবলে ক্লাবের সঙ্গে যোগ দেননি। পরিবার নিয়ে ঘুরে বেড়িয়েছেন ক্যারিবিয়ান দ্বীপ অ্যান্টিগা ও বারবুডায়। সর্বশেষ এলেন ইবিজায়। প্রাক মৌসুমে বার্সা নিজেদের পরবর্তী ম্যাচে আর্সেনাল ও নাপোলির বিপক্ষে মাঠে নামবে। আর আগস্টের মাঝামাঝিতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্প্যানিশ জায়ান্টরা।
https://www.facebook.com/VivaFCBarcelona1/videos/1516548245153973/