ফুটবল

নেইমারকে নিয়ে যা বললেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো!

Neymar-Ronaldo

গ্রীষ্মকালীন দলবদলের বাজে সবচেয়ে আলোচিত ফুটবলারের নাম নেইমার দ্য জুনিয়র। সুতোয় ঝুলে আছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) স্ট্রাইকার। ব্রাজিলিয়ান এই তারকাকে দলে টানতে চলছে ত্রিমুখী লড়াই। স্প্যানিশ দুই ক্লাবের মতো নেইমারকে কিনতে চাচ্ছে ইতালিয়ান জায়ান্ট দল জুভেন্টাসও।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলার জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার রোনালদো মঙ্গলবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন. ‘আমি জানি না ঠিক হবে। ওকে নিয়ে অনেক কথা হচ্ছে। মাদ্রিদ, বার্সা কিংবা জুভেন্টাসে যেতে পারে বলে খবর শোনা যাচ্ছে। গণমাধ্যম তাদের কাজ করে যাচ্ছে। কারণ আপনাকে পত্রিকা বেচতে হবে।’
রোনালদো আরো বলেছেন, ‘ওকে সবাই চাচ্ছে। কারণ ও দুর্দান্ত একজন খেলোয়াড়। ওকে সতীর্থ হিসেবে পেলে আমারও ভালো লাগবে। কিন্তু আমার মনে হচ্ছে ও প্যারিসেই থাকবে। আর যদি তা না হয়, দেখতে হবে ও কোথায় যেতে চায়। তাতে করে ও নিজের খেলাটা খেলতে পারবে। আশা করছি ও ইনজুরি এড়িয়ে চলবে। কারণ ও এমন একজন যাকে নিয়ে অনেকেই দুশ্চিন্তা করে। আমিও উদ্বিগ্ন। আমিও চাই ছেলেটা খেলুক।’ 
এদিকে কদিন আগে নেইমারের বাবা জুভেন্টাসের ক্রীড়া পরিচালকের সঙ্গে দেখা করেছেন। এমন খবরও বেরিয়েছে যে, ব্রাজিলিয়ান সেনসেশনের সঙ্গে নতুন মৌসুমে জুটি বাঁধবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু যাকে নিয়ে এত কথা হচ্ছে সেই নেইমার অবশ্য পুরনো ক্লাব বার্সেলোনাতেই ফিরে যেতে চান।

See also  দেখে নিন নেইমারকে কেন ব্রাজিলের অধিনায়ক হিসেবে চান না সাবেক খেলোয়াড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *