ফুটবল

এবার নেইমারের তিন মিলিয়ন ইউরো হাতছাড়া!

Neymar

কিছুদিন পরপর চোটে না পড়লে হয়তো অনেক কিছুই অর্জন করতে পারতেন তিনি। পিএসজির মূল খেলোয়াড় হয়ে দলটিকে আরও বেশি সাফল্য এনে দিতে পারতেন। এমবাপ্পের ছায়ায় আড়াল হয়ে যেতে হতো না। ব্রাজিলের হয়ে হয়তো এত দিনে একটা কোপা আমেরিকার মেডেলও ঝুলত গলায়। নিয়মিত চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব থেকে হয়তো বিদায়ও নিতে হতো না পিএসজির। আর এগুলো না হলে ফিফার বর্ষসেরা তালিকায় হয়তো আজ জ্বলজ্বল করত নেইমারের নাম।
সেটা হয়নি। এবার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে কে আছেন, কয়েক দিন আগে তার একটা তালিকা দিয়েছে ফিফা। সেখানে শীর্ষ দশেও নেই নেইমার। ফলে, নিশ্চিত হয়ে গেল, টানা দুই বছরের মতো আনুষ্ঠানিকভাবে শীর্ষ দশ বর্ষসেরা ফুটবলারের মধ্যে একজন হতে পারেননি ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় তারকা। আরেকটা জিনিসও নিশ্চিত হয়ে গেছে, পিএসজির কাছে তিন মিলিয়ন ইউরোর একটা বোনাস পাচ্ছেন না নেইমার।
পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির একটা বিচিত্র শর্ত আবিষ্কার করেছে স্প্যানিশ গণমাধ্যম এএস। ফিফার বর্ষসেরা তালিকায় থাকলে পিএসজির কাছ থেকে তিন মিলিয়ন ইউরোর বোনাস পাবেন নেইমার, শর্ত ছিল এটা। যেহেতু তালিকায় নেইমার নেই, সেহেতু পিএসজির তিন মিলিয়ন ইউরো বেঁচে গেল!

See also  হার দিয়ে মৌসুম শেষ নেইমারের ক্লাব চ্যাম্পিয়ন পিএসজির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *