ফুটবল

কাতার বিশ্বকাপের ২০২২ লোগো উন্মোচন করা হলো!

FIFA unveil Qatar World Cup 2022 logo

উন্মোচন করা হয়েছে কাতার বিশ্বকাপের লোগো। মঙ্গলবার কাতারে স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন আয়োজকরা। ২০২২ ফুটবল বিশ্বকাপের আসর বসবে কাতারে। সুউচ্চ অট্টালিকায় লেজার প্রজেকশনের মাধ্যমে একযোগে সারা দেশে উন্মোচিত হয় লোগো। স্থানীয় আরব সংস্কৃতি এবং সৌন্দর্যকে খেলার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে লোগোতে। লোগোর ডিজাইন মূলত সারা বিশ্বকে এক সুতোয় গেঁথে রাখার প্রতীকী চিত্রের দিকে ইঙ্গিত করে। একইসঙ্গে

লোগোতে আটটি বাঁক, যা বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য আটটি সুন্দর স্টেডিয়ামের দিকে ইঙ্গিত করে। এছাড়া এই আটটি বাঁকের মাধ্যমে মরুভূমির টিলার প্রতিও আলোকপাত করা হয়েছে। বিশ্বকাপের ট্রফির আকৃতির সঙ্গে খানিক মিল রেখে করা হয়েছে লোগোটি। তবে এটি করার মূল অনুপ্রেরণা এসেছে শীতকালে গায়ে পরা উলের শাল থেকে। আরব অঞ্চলে শীতকালে এই শাল হয়ে ওঠে সবার সাধারণ পোশাক। তাই এ আকৃতিতেই করা হয়েছে বিশ্বকাপের লোগো।

See also  দেখুন ঠিক কি কারণে মেসির সঙ্গে মোহামেদ সালাহর মিল দেখছেন ভেঙ্গার

Fifa World Cup-Qatar 2022

One thought on “কাতার বিশ্বকাপের ২০২২ লোগো উন্মোচন করা হলো!

  • Good day! Do you know if they make any plugins to help
    with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good success.
    If you know of any please share. Cheers! You can read similar text here: Your destiny

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *