ফুটবল

পিএসজিতে ইকার্দি

Icardi moves to psg

ইন্টার মিলান থেকে আপাতত ধারে এক মৌসুমের জন্য পিএসজিতে যোগ দিয়েছেন ইকার্দি। পরে তাকে স্থায়ীভাবে রেখে দিতে চাইলে ৭০ মিলিয়ন ইউরো গুনতে হবে ফরাসি চ্যাম্পিয়নদের। ইন্টারের জার্সিতে ২১৯ ম্যাচে ১২৪ গোল করা আর্জেন্টাইন ফরোয়ার্ড প্যারিসে এসে যেন মুক্তি পেলেন। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গত ছয় মাস ইন্টারে প্রায় বসেই ছিলেন ইকার্দি।

গত পরশু রাতে চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের কোস্টারিকান গোলকিপার নাভাসকেও প্যারিসে উড়িয়ে এনেছে ফরাসি ক্লাবটি। আর পিএসজি থেকে ধারে ফরাসি গোলকিপার আরিওলাকে দলে টেনেছে রিয়াল। এছাড়া ব্রাজিলীয় উইঙ্গার রাফিনহাকে এক মৌসুমের জন্য সেল্টা ভিগোয় ধারে পাঠিয়েছে বার্সেলোনা।
ইউরোপের ক্লাব ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হয়েছে সোমবার রাতে। এবারের দলবদলে নতুন খেলোয়াড় কিনতে রেকর্ড ১.৩ বিলিয়ন ইউরো খরচ করেছে স্প্যানিশ ক্লাবগুলো। খরচের তালিকায় শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ (৩০৫ মিলিয়ন ইউরো)। দ্বিতীয় স্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা (২৫৫ মিলিয়ন ইউরো)।

See also  দেখুন ঠিক কি কারণে মেসির সঙ্গে মোহামেদ সালাহর মিল দেখছেন ভেঙ্গার

কিন্তু এত খরচ করেও পছন্দের মূল খেলোয়াড় কিনতে ব্যর্থ দুই স্প্যানিশ জায়ান্ট। অনেক চেষ্টা করেও পিএসজি থেকে নেইমারকে ফেরাতে পারেনি বার্সেলোনা। একইভাবে ম্যানইউ থেকে পল পগবাকে ভাগিয়ে আনতে পারেনি রিয়াল। বরং শেষ মুহূর্তে দাও মেরেছে পিএসজি। নেইমারকে ধরে রাখার পাশাপাশি সোমবার দলবদলের শেষদিনে তারা দলে টেনেছে মাউরো ইকার্দি ও কেইলর নাভাসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *