২০১৬ সালে রোনালদোর সঙ্গে এক চুক্তি করেছে ক্রীড়াসামগ্রী তৈরি প্রতিষ্ঠান নাইকি। আর তাদের পণ্যদূত হওয়ার সুবাদে ১৬.২ মিলিয়ন ইউরো পাওনা হবে রোনালদোর। চুক্তিটা ১০ বছরের বলে এ চুক্তি থেকে রোনালদো কমপক্ষে ১৬২ মিলিয়ন ইউরো পাবেন। তবে এর চেয়ে বেশি যে পাবেন সেটা নিশ্চিত। কারণ, চুক্তিতে শর্ত ছিল ব্যালন ডি’অর বা ফিফা বেস্ট পুরস্কার জিতলেই বোনাস মিলবে রোনালদোর। ২০১৬ ও ২০১৭ সালে দুটি পুরস্কার গিয়েছে রোনালদোর কাছে। রোনালদোর এ আয়কে টাকায় প্রকাশ করতে গেলে বলতে হয়, ১৫১ কোটি ৩ লাখ টাকা প্রতি বছর শুধু জুতার সুবাদেই পাচ্ছেন রোনালদো। ২০২৫ সাল পর্যন্ত বাৎসরিক নিশ্চিত ১৬.২ মিলিয়ন আয় সম্পর্কে নিশ্চিত থাকবেন। অবসর নেওয়ার পরও আয় যেন কম না হয়, সে পথ এখনই বের করে রেখেছেন রোনালদো। শুধু জুতা পরেই বছরে ১৬.২ মিলিয়ন ইউরো আয় করবেন রোনালদো। অবসর নেওয়ার পরও আয় যেন কম না হয়, সে পথ এখনই বের করে রেখেছেন রোনালদো। শুধু জুতা পরেই বছরে ১৬.২ মিলিয়ন ইউরো আয় করবেন রোনালদো।