ফুটবল

নেইমারকে ঠিক কি কারণে পিএসজিতেই অবসর নিতে হতে পারে দেখুন!

Neymar-the king of modern football

নেইমারের ট্রান্সফার ফি হিসেবে পিএসজির অনেক বড় অঙ্কের চাওয়া এবং একই সঙ্গে তার বেতন না কমলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে প্যারিসেই থেকে যেতে হতে পারে বলে মনে করেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। “সে যদি নিজের বেতন না কমায় এবং পিএসজিও যদি তাদের আকাশছোঁয়া দাবি থেকে সরে না আসে তাহলে হয়তো নেইমারকে পিএসজিতেই অবসর নিতে হবে।” সম্প্রতি শেষ হওয়া গ্রীষ্মকালীন দল-বদলে নেইমারকে দলে ফেরানোর জোর চেষ্টা চালায় বার্সেলোনা। তবে তাদের প্রস্তাব ও লিগ ওয়ান চ্যাম্পিয়নদের চাওয়া এক না হওয়ায় ভেস্তে যায় আলোচনা। ফলে প্যারিসের ক্লাবটিতেই রয়ে গেছেন ২৭ বছর বয়সী নেইমার।

See also  দেখুন মেসি কেন চাচ্ছেন নেইমারকে বার্সায় ফেরাতে!

২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেওয়া নেইমারকে এত বেশি দামে কেনার মতো ক্লাব দেখছেন না তেবাস। “যখন আপনি খুব বেশি মূল্য দিয়ে কোনো কিছু কিনবেন, তখন সেই দামে আবারও এটা বিক্রি করা অসম্ভব।” কারণ নিজে থেকে ক্লাব ছাড়তে চেয়েও পারেননি নেইমার। আর এর পেছনে ব্রাজিলিয়ান তারকার অতিরিক্ত বেতন ও তার দল পিএসজির আকাশছোঁয়া চাহিদাকে বড় কারণ হিসেবে দেখছেন সবাই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *