আজ (মঙ্গলবার) বাংলাদেশ ও আফগানিস্তান দুই দেশের ম্যাচটি শুরু হবে তাজিকিস্তানের দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায়। কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের এ ম্যাচটি সরাসরি দেখাবে বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভি। বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের সার্বক্ষণিক খবর রাখতে বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে গলদঘর্ম হতে হবে না। আফগানরা তাদের প্রথম ম্যাচের ভেন্যু হিসেবে তাজিকিস্তানের স্টেডিয়ামটি বেছে নিয়েছে।
বিশ্বকাপ বাছাই দ্বিতীয় পর্বে ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশ। অন্য তিন দল-কাতার, ওমান ও ভারত। ৫ সেপ্টেম্বর শুরু হয়েছে এশিয়ান বাছাইয়ের দ্বিতীয় পর্ব। বাংলাদেশের শুরু দ্বিতীয় দিনে। প্রথম দিনে আফগানিস্তান ৬-০ গোলে হেরেছে কাতারের কাছে এবং ভারত ২-১ গোলে হেরেছে ওমানের কাছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে পরস্পরের বিরুদ্ধে দুইবার মুখোমুখি হবে দলগুলো। দুশানবের স্টেডিয়ামটি আফগানিস্তানের হোম ভেন্যু। আফগানিস্তান বিদেশিদের জন্য নিরাপদ নয় বলেই ফিফা তাদের নিরপেক্ষ ভেন্যু বেছে নিতে বলেছে।