নেইমারের বিরুদ্ধে কি সাক্ষ্য দিলেন সেই মডেল কন্যা!
গুঞ্জন, নাজিলার অনুমোদন ছাড়াই তার বিভিন্ন ছবি ও মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নেইমার। এতে সেলেকাও ফুটবলার অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন কিনা- মূলত সেটিই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্রাজিলিয়ান ওই নারীর আরেকটি অভিযোগ, গেল মেতে প্যারিসের একটি হোটেলে তাকে ধর্ষণ করেন নেইমার। তার আনা এ অভিযোগের তদন্ত চলতি মাসের শুরুতে স্থগিত করেছেন আদালত। কারণ পিএসজি তারকার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হন তিনি। এদিকে ধর্ষণ অভিযোগের অংশ হিসেবে নেইমারের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ব্রাজিলের মডেল কন্যা নাজিলা ত্রিনদাদ। গেল বুধবার রিওডি জেনেরিও পুলিশের সাইবার অপরাধ ইউনিটে সাক্ষ্য দেন তিনি।
উল্টো সাও পাওলো পুলিশ চলতি সপ্তাহে নারী মডেল ত্রিনদাদের বিরুদ্ধে জালিয়াতি, বিদ্বেষ ছড়ানো ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন । সাক্ষ্যদান শেষে পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে এসে নাজিলার আইনজীবী কসমি অ্যারোজো জানান, প্যারিসের অভিযোগগুলোর প্রমাণ জোগাড় করছেন তিনি। অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন নেইমার। সাম্বা তারকার বক্তব্য, তাদের মধ্যে যা কিছু হয়েছে, তাতে দুজনেরই সম্মতি ছিল।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.com/ar-BH/register?ref=V2H9AFPY