ব্রাজিলিয়ান তারকা নেইমার ভুগছেন তিন ম্যাচ নিষেধাজ্ঞায়। গত চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউর সঙ্গে হোম ম্যাচে হেরে পিএসজির বিদায়ের দিনে সোশ্যাল মিডিয়ায় রেফারিং নিয়ে বাজে মন্তব্য করার জের ধরে তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা। সেই নিষেধাজ্ঞা কার্যকর শুরু হচ্ছে রিয়ালের বিপক্ষে এই ম্যাচ থেকে। এর অর্থ পিএসজির হয়ে পরের দুই ম্যাচেও খেলতে পারছেন না নেইমার। তার দল ছাড়া না ছাড়া নিয়ে দীর্ঘ সময় ধরে রশি টানাটানির পর অবশেষে পিএসজিতেই থেকে যেতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে।
এরপর গত শনিবারই প্রথম মাঠে নামেন তিনি এবং শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে পিএসজিকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এমন এক তারকার অনুপস্থিতিতে রিয়ালের বিপক্ষে পিএসজিকে মাঠে নামতে হবে, তা নিশ্চিতভাবেই দলটির সমর্থকদের জন্য অস্বস্তিকর। অন্যদিকে কাইলিয়ান এমবাপে খেলতে পারছেন না মাসল ইনজুরিতে পড়ার কারণে। তুলুজের বিপক্ষে ম্যাচের সময় ইনজুরিতে পড়েন তিনি। যদিও তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে গেছেন। তবুও, রিয়ালের বিপক্ষে ম্যাচটা মিস করছেন তিনি, এটা প্রায় নিশ্চিত।