পানামার সঙ্গে ড্র করেছিলো ব্রাজিল মাত্র কযেকদিন আগেই । গতকাল আন্তর্জাতিক এক প্রীতি ফুটবল ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ৩-১ গোলের বিশাল জয় পেয়েছে ব্রাজিল। এ ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন বদলি খেলোয়াড় ম্যানচেস্টার সিটি ক্লাবের গ্যাব্রিয়েল জেসুস। অন্য গোলটি করেছেন লিভারপুলের ফুটবল ক্লাবের ফিরমিনো। চেক রিপাবলিকের হয়ে একমাত্র গোলটি করেছেন ডেভিড পাভেলকা।
খেলার প্রথমার্ধে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে খেলায় ফিরেছে ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের গোলের মূল কারিগর নেইমার ছিলেন না। তবে তাঁর অভাব বোধ করতে দেননি ফিরমিনো-জেসুসরা। প্রাগে শেষ পর্যন্ত ৩-১ গোল গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন তিতের শিষ্যরা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের জয় নিশ্চিত করেন জেসুস। ডি-বক্সের মধ্যে অ্যালানের পাস ধরে শট নিলে প্রথম দফা ফিরিয়ে দেন চেক গোলরক্ষক, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বলে দ্বিতীয় দফা শট নিয়ে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। কুতিনহোর বদলি হিসেবে নামা জেসুসের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নেয় ব্রাজিল।