নেইমারের সুখ বার্সাতেই এবং পূণরায় নেইমার নাটক দেখার সম্ভাবনা আছে: দানি আলভেজ
আগামী বছরের জানুয়ারিতে দলবদলের বাজার চালু হবে। অনেকেই দাবি করছেন, ওই সময় ফের নেইমারের জন্য প্রস্তাব নিয়ে হাজির হবে বার্সেলোনা। সাবেক বার্সা ও পিএসজি ডিফেন্ডার আলভেজও এমনটাই মনে করেন। তার ধারণা, নেইমার যদি স্পেনে ফিরতে চান তাহলে দলবদল সম্ভব।গ্রীষ্মের দলবদলের মৌসুমে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু পিএসজি আর বার্সার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় প্যারিসেই থেকে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু তার স্বদেশী ফুটবল তারকা দানি আলভেজ জানালেন, নেইমারের সুখ বার্সাতেই।
বিজনেস ইনসাইডার’র রিপোর্ট অনুযায়ী এক সাক্ষাৎকারে আলভেজ বলেন, ‘নেইমারকে নিয়ে যদি বলি, আমি এখনও মনে করি তার সুখ বার্সেলোনাতে নিহিত। আমি বিশ্বাস করি, বছর দুয়েক আগে বার্সাতে যে সাফল্য সে পেয়েছিল সেটার পুনরাবৃত্তিতে সে সুখ খুঁজে পাবে।’
ব্রাজিলিয়ান অধিনায়ক ও ডিফেন্ডার আরও বলেন, ‘যে জায়গায় সুখী ছিলেন আপনি সেখানেই ফিরে যেতে চাইবেন। নেইমারও সেটাই করতে চেয়েছিল। আমি নিশ্চিত যে, ভবিষ্যতে সে সেখানে যেতে সক্ষম হবে।’ এদিকে একাধিক ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নেইমারের চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী পিএসজি। অর্থাৎ, নেইমারকে তাদের কতটা প্রয়োজন তা তারা উপলব্ধি করতে পারছে। তাই মূল্যবান রত্নটিকে হাতছাড়া করতে চাইছেন না ক্লাবটির কাতারি মালিক। সেক্ষেত্রে দলবদলের পরের পর্বেও ফের নেইমার নাটক দেখার জোর সম্ভাবনা আছে।
Hi there! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying to get my blog to rank for some targeted keywords but
I’m not seeing very good gains. If you know of any please share.
Thank you! I saw similar art here: Warm blankets