ফুটবল

নেইমারের পরিবর্তে ব্রাজিল দলে কে খেলবেন দেখে নিন।

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে কোপা আমেরিকা খেলা হচ্ছে না নেইমারের। নেইমারের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। গতকাল কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের পুরোপুরি নিংড়ে দিয়েছে যেন টপ ফেবারিট ব্রাজিল। নেইমারকে ছাড়াও তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে হন্ডুরাস। নিজেদের মাঠ এস্টাডিও বিয়েরা রিও’য় হন্ডুরাসের জালে গুনে গুনে সাতবার বল জড়িয়েছে সেলেসাওরা। শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছেড়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গত বৃহস্পতিবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। পরীক্ষা নিরীক্ষার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, কোপা আমেরিকার আগে আর সুস্থ হয়ে উঠার সম্ভাবনা নেই এই তারকার। তবে তার বদলি হিসেবে কে দলে আসছেন, তখনও জানানো হয়নি। অবশেষে নেইমারের বদলি কে সেটা জানিয়ে দিলেন ব্রাজিল কোচ তিতে। ইয়ংস্টার ভিনিসিয়াস জুনিয়রসহ বেশ কয়েকজনের নাম এসেছিল। তবে শেষপর্যন্ত অভিজ্ঞ উইলিয়ানের উপরই আস্থা রাখলেন তিতে। দেশের হয়ে ৬৫ ম্যাচে ৮ গোল আছে এই উইঙ্গারের।

See also  নেইমারের বিরুদ্ধে কি সাক্ষ্য দিলেন সেই মডেল কন্যা!

নেইমার বাদ পড়ে যাওয়ার ফলে তিতের হাতে বেশ কিছু বিকল্প ছিল। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, টটেনহামের লুকাস মউরা, জুভেন্টাসের ডগলাস কস্তা। কিন্তু সবাইকে বাদ দিয়ে অভিজ্ঞতার মূল্য দিলেন তিতে। ৩০ বছর বয়সী উইলিয়ানের ওপর ভরসা রাখলেন। ফলে আবারও কপাল পুড়ল মউরার। এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টটেনহামকে বলতে গেলে একাই তুলেছিলেন মউরা, সেমিতে আয়াক্সের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে। পিএসজি থেকে টটেনহামে যাওয়ার পর পচেত্তিনোর অধীনে নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন এই তারকা। তাও তিতের দলে ডাক পেলেন না তিনি। ২০১১ সালে ব্রাজিল দলে অভিষেক হয়েছিল উইলিয়ানের। ৮ বছর খেলে ব্রাজিলের জার্সি গায়ে ৬৫ বার মাঠে নেমেছেন তিনি, গোল করেছেন ৮টি। চেলসির সঙ্গে মৌসুম শেষ করে বেচারা ইসরায়েলে গিয়েছিলেন ঘুরতে। ব্রাজিল দলে নতুন করে ডাক পাওয়ার কারণে ছুটি বাদ দিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে হচ্ছে উইলিয়ানকে! নেইমারের ফেলে যাওয়া দশ নম্বর জার্সি গায়ে চড়িয়েই কোপা আমেরিকায় মাঠ মাতাবেন উইলিয়ান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *