বাঁচা-মরার লড়াইয়ে অনিশ্চিত নেইমার-এমবাপ্পে
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ‘সি’ গ্রুপের সমীকরণ বেশ জটিল। চার দলেরই শেষ ষোলো রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে।ছিটকে যাওয়ার আশঙ্কায় ছিল পিএসজি।কিন্তু লিভারপুলকে বুধবার হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল তারা। গ্রুপের শেষ ম্যাচে তাদের বাঁচা-মরার লড়াই রেড স্টার বেলগ্রেডের মাঠে। ম্যাচটা পিএসজির জন্য কঠিন হবে বলে মনে করেন কিলিয়ান এমবাপ্পে। আগামী ১১ ডিসেম্বর ‘সি’ গ্রুপের ম্যাচে বেলগ্রেড ক্লাবের মুখোমুখি হবে পিএসজি।জিতলেই নকআউট নিশ্চিত। কিন্তু ড্র কিংবা হারলে তাদের শেষ ষোলোতে ওঠা পড়ে যাবে শঙ্কায়।
রেড স্টারের মাঠে পিএসজিকে সুযোগ কাজে লাগাতে হবে।চার ম্যাচ শেষে নাপোলি ও লিভারপুলের পয়েন্ট সমান ৬। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পিএসজি। রেড স্টারের সংগ্রহ ৪ পয়েন্ট। নিজ মাঠে পিএসজির জয়ের বিকল্প নেই।বাঁচা-মরার ম্যাচের আগে পিএসজি কোচ টমাস টুকেলকে ভাবাচ্ছে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের ফিটনেস। আন্তর্জাতিক বিরতি শেষে চোট নিয়ে ফেরেন দুইজন। সবশেষ ম্যাচে তুলুজকে ১-০ গোলে হারায় নেইমার-এমবাপ্পেহীন পিএসজি।