আগামী বুধবার বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল মেসিরা।
কোপা আমেরিকায় সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। শুক্রবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে মেসিরা। এ নিয়ে কোপা আমেরিকায় ছয়বারের দেখায় প্রতিবারই ভেনেজুয়েলাকে হারানোর কৃতিত্ব দেখাল লেওনেল স্কলানির শিষ্যরা।
ব্রাজিল আগের দিনই কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়েছে। বৃহস্পতিবার রাতে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে সেলেসাওরা। এ যেন ২০১১ ও ২০১৫ সালের আসরের প্রতিশোধ নিলেন সেলকাওরা। সেই দুই আসরে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরেই কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার সেই টাইব্রেকারেই প্যারাগুয়েকে বিদায় করে দিলেন তারা।