আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ফুটবল যুদ্ধে লিপ্ত হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার এল ক্লাসিকো খ্যাত এই ম্যাচের আগে কে ফেবারিট এমন প্রশ্ন করা হয় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কাছে। জবাবে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী বলেন, এটা বলা মুশকিল, কে ফেবারিট। যখন আপনি কোপা আমেরিকায় মুখোমুখি হচ্ছেন সেক্ষেত্রে আরও জটিল। কারণ এখানে দুই দলই প্রতিপক্ষকে হারাতে সক্ষম। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতি মেসির সম্মানও রয়েছে। তিনি বলেন, আমরা জানি তাদের শক্তি কতটুকু, আর তাই তাদের প্রতি আমারদের শ্রদ্ধাও রয়েছে।
বৃহস্পতিবার কোপার প্রথম কোয়ার্টার ফাইনালে প্যরাগুয়ের বিপক্ষে কোনওরকম ড্র করে ব্রাজিল। এরপর টাই-ব্রেকারে জয় নিয়ে সেমি নিশ্চিত করে স্বাগতিকরা। তিতের শিষ্যদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমরা বেশ ছন্দে রয়েছি, ব্রাজিলের বিপক্ষে নামার আগে সেটি কাজে দিবে। যদিও আমাদের সেরাটাই দিতে হবে। মেসি বলেন, রক্ষণভাগে আমাদের কোনও সমস্যা নেই। বর্তমানে দল বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। আমরা কাউকেই সুযোগ দিচ্ছি না। আমরা খুবই ঐক্যবদ্ধ। সুবিধা অনুযায়ী কাউন্টার অ্যাটাকের মাধ্যমে সফল হবার চেষ্টা করেছি।