Site icon ঢাকা বুলেটিন

নেইমার আবারো দলবদলের নাটককে জমিয়ে তুলেছেন!

neymar-stylish-footballer

দলবদলের সময় আসবে, আর নেইমারকে নিয়ে কানাঘুষা হবে না, তা কি হয়? এবারও দলবদলের বাজারের সবটুকু আলো নিজের দিকে টেনে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে এই তারকা আবারও মেসি-সুয়ারেজদের সতীর্থ হতে চান। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো সেই আলোচনায় আরেকটু রসদ জোগালেন। বলে দিলেন, উপযুক্ত প্রস্তাব আসলে নেইমারকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে।
নেইমার পিএসজিতে থাকবেন কি না, এ নিয়ে তাঁর প্রতিনিধির সঙ্গে পিএসজির কথা হয়েছে বলে জানিয়েছেন লিওনার্দো, ‘আমরা ওর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তাদের অবস্থান পরিষ্কার। একটা জিনিস নিশ্চিত, নেইমারের সঙ্গে এখনো আমাদের তিন বছরের চুক্তি বাকি আছে। আর আমরা নেইমারের জন্য এখনো উপযুক্ত কোনো প্রস্তাব পাইনি অন্য ক্লাবের কাছ থেকে। তাই এ নিয়ে বেশি কথা বলতে চাই না। উপযুক্ত প্রস্তাব আসলে নেইমার পিএসজি ছাড়তে পারে। তবে এখনো পর্যন্ত আমরা জানি না নেইমারকে কেউ কিনতে চায় কি না। বা কত দিয়ে কিনতে চায়। সবকিছু এক দিনে তো আর হয় না!’ লিওনার্দো আরও জানিয়েছেন ‘এই দলবদলটা যদি হয়, অনেক কিছুর ওপর প্রভাব ফেলবে। শুধু আবেগকে প্রাধান্য দিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ দলবদল হয় না, অনেক অর্থের বিষয়ও জড়িয়ে থাকে।’

Exit mobile version