ফটো শেয়ারিং ইনস্টাগ্রাম লাইট অ্যাপ ১৭০টি দেশে উন্মুক্ত করেছে ফেইসবুক। হ্যান্ডসেটে কম স্টোরেজ এবং দুর্বল ইন্টারনেট সংযোগ নিয়েও ব্যবহার করা যাবে এটি। এর মধ্য দিয়ে মাত্র দুই মেগাবাইটের ইনস্টাগ্রাম লাইট অ্যাপ দিয়েই ছবি শেয়ার করতে পারবেন গ্রাহকেরা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে, অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান ফেইসবুক ১৭০টি দেশে ইনস্টাগ্রাম লাইট উন্মুক্ত করার ঘোষণা দেয় । এ দেশগুলোর তালিকায় বাংলাদেশও আছে ।
ফেইসবুক বলছে, প্রতিষ্ঠানটির একদল কর্মী করোনার মধ্যে ইনস্টাগ্রামের লাইট বা হালকা সংস্করণের অ্যাপের প্রয়োজনীয়তা অনুভব করেন। যেসব স্থানে ইন্টারনেটের গতি কম, সেখান থেকেও ব্যবহারকারীরা যেন সব ধরনের ফিচার ব্যবহার করতে পারেন সে উদ্দেশ্য থেকেই এর উৎপত্তি।
ইনস্টাগ্রাম লাইট বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। হ্যান্ডসেটে কম স্টোরেজ এবং দুর্বল ইন্টারনেট সংযোগ নিয়েও এর বেশ কিছু আকর্ষণীয় ফিচার এতে ব্যবহার করা যাবে। এর আগে ফেইসবুক ও মেসেঞ্জারের লাইট সংস্করণ প্রকাশ করে ভালো সাড়া পায় প্রতিষ্ঠানটি।